যৌন সহিংসতা : দায়ীদের জবাবদিহি নিশ্চিতের দাবি জাতিসংঘের
যৌন সহিংসতায় জড়িত দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার এবং ভুক্তভোগীদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ শুক্রবার যৌন সহিংসতা ও সংঘাত দূরীকরণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বার্তায় মহাসচিব বলেন, ‘আমাদের অবশ্যই এ অপরাধ প্রতিরোধ ও শেষ করতে হবে।’
এ আন্তর্জাতিক দিবসে আন্তোনিও গুতেরেস বলেন, ‘সহিংসতা থেকে বেঁচে যাওয়াদের পাশে আছি আমরা। আমরা তাদের কথা শুনতে এবং তাদের অভিজ্ঞতা ও সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।’
গুতেরেস আরো বলেন, সংঘাতের মধ্যে যৌন সহিংসতা একটি বর্বর অপরাধ। নারী ও মেয়েদের ওপর মূলত এ অপরাধ সংঘটিত হলেও পুরুষ এবং ছেলেদের ওপরও এর প্রভাব পড়ে।
‘সমগ্র জনগোষ্ঠী এবং সমাজে এ সংঘর্ষ বিরাজমান, সহিংসতার এ চক্র আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দেয়।’
জাতিসংঘ প্রধান বলেন, কোভিড-১৯ মহামারিটি বিশ্বে সশস্ত্র সংগ্রাম চলা অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে, ফলে সহিংসতা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, এসব অপরাধের রিপোর্ট করা কঠিন হতে পারে; কেননা আশ্রয়কেন্দ্র এবং ক্লিনিকগুলো বন্ধ হয়ে যেতে পারে।