You have reached your daily news limit

Please log in to continue


‘ডাক্তারদের মৃত্যুর বড় কারণ স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা’

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা করোনাভাইরাসে (কোভিড-১৯) ডাক্তারদের মৃত্যুর বড় কারণ বলে মনে করছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, দুর্নীতি, অদক্ষতা ডাক্তারদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের নেতা ও বক্তারা এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিমের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ সংগঠক অনুপ কুন্ডু ও জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠক সামিউল আলম। শুক্রবার (১৯ জুন) ডা. ফয়জুল হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আলোচনার শুরুতে করোনাভাইরাসে মারা যাওয়া ডাক্তার-নার্সসহ সাধারণ মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় এবং খুলনায় রোগীর স্বজনদের হামলায় নিহত ডা. মো. আব্দুর রকিব খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডা. রাকিব খানের হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিও করা হয় অনুষ্ঠানে। কোভিড-১৯ রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত ডাক্তারদের প্রতিদিন মৃত্যু সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, দুর্নীতি, অদক্ষতা এই ডাক্তারদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নকল মাস্ক, নিম্নমানের পিপিই সরবরাহকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার জন্য সরকারের কঠোর সমালোচনা করে বক্তাদের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারিকে যারা ব্যবসা বানিয়েছে সরকার তাদের মদদ করে চলেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন