You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনল বিমানবাহিনী

দক্ষিণ কোরিয়া থেকে করোনাভাইরাস শনাক্তকরণ কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ওই চিকিৎসাসামগ্রী নিয়ে আসে বিমানবাহিনীর এ উড়োজাহাজ। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে বৃহস্পতিবার রাতে (১৮ জুন)দেশে ফিরেছে। করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন প্লেনের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন ও পিপিইসহ অন্য চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। এর আগে স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনার লক্ষ্যে ১৭ জুন সকালে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন প্লেন নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন