চার মাস পর দেশে ফিরলেন তাঁরা
ইফতেখার চৌধুরীর নতুন চলচ্চিত্র ‘আছর’। ভূতের গল্প নিয়ে এই ছবির শুটিং হওয়ার কথা আইসল্যান্ডে। বাংলাদেশে আইসল্যান্ডের দূতাবাস না থাকায় ভারতে গিয়েছিলেন শিল্পীরা। করোনার প্রকোপে লকডাউনের পরে গত ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার একটি হোটেলে চিত্রনায়ক শিপন মিত্র, সাঞ্জু জন, নতুন অভিনেত্রী বহ্নি, রাইসাসহ মেকআপম্যান, ক্যামেরাম্যান ও অনেকেই আটকে ছিলেন। চার মাস পর অবশেষে দেশে ফিরেছেন তাঁরা।
সাঞ্জু জন বলেন, ‘এতদিন আসতে পারিনি করোনার প্রভাবের জন্য, খুব কষ্ট করে আসতে হয়েছে। পাসপোর্ট হাতে পাওয়ার পর নিজেরা গাড়ি ভাড়া করে সীমান্তে চলে আসি। এরপর বাংলাদেশে প্রবেশ করি। তবে খুব ভালো লাগছে ঢাকার বাতাস শরীরে লাগার পর।’
সাঞ্জু আরো বলেন, ‘আমাদের দলের বেশির ভাগই পাসপোর্ট ফেরত পেয়েছিলেন। শুধু আমাদের কয়েকজনের যেদিন পাসপোর্ট দেওয়ার কথা, সেদিনই ভারতে জনতা কারফিউ শুরু হয়। প্রতিদিনই ভেবেছি, এই বোধহয় পাসপোর্ট পেয়ে যাব। এভাবে অনেকগুলো দিন কেটে গেল।’