হুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০০৪ সালের ১২ ডিসেম্বর। ২০১২ সালের ১৯ জুলাই স্ত্রী শাওন ও ছেলে নিষাদ, নিনিতকে রেখে না ফেরার দেশে পাড়ির জমান হুমায়ূন আহমেদ। বর্তমানে দুই ছেলে আর স্বামীর স্মৃতি আগলে রেখে পথ চলছেন শাওন।
মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন মেহের আফরোজ শাওন। তেমনই ফেসবুকে এবার ৮ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন শাওন। এটাই নাকি হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা শাওনের প্রথম সেলফি।
ছবিটির ক্যাপশনে শাওন লিখেছেন, কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন- ‘এসো দু’জনের একটা ছবি তুলি!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.