রিয়ালের পক্ষে সিদ্ধান্ত সইল না বার্সা তারকার
গত রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া প্রথমে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। আর এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে তুলকালাম ম্যাচের তখন ২০ মিনিট। ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সোলারের ডানপায়ের শট খুঁজে নিল রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার সামনে ফাঁকা দাঁড়িয়ে থাকা স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মোরেনোকে। বল জালে জড়াতে ভুল হল না মোরেনোর। কিন্তু তাঁর আগে বলটা স্পর্শ করেছিল আরেক স্ট্রাইকার ম্যাক্সি গোমেজকে। আর সেখানেই ঘটে বিপত্তি। সন্দেহ, ম্যাক্সি দাঁড়িয়ে ছিলেন অফসাইডে। সেই সন্দেহ নিশ্চয়তায় পরিণত হয় 'ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি' বা ভিএআরের দীর্ঘ গবেষণার পর। ম্যাচ রেফারি হোসে আন্তোনিও সানচেজ মার্তিনেজ বাতিল করে দেন মোরেনোর গোল। হাঁফ ছেড়ে বাঁচেন রামোস-ভারানরা।
বাতিল হওয়া গোলটার আগে দুর্দান্ত খেলছিল ভ্যালেন্সিয়া। গোলটা বাতিল হওয়ার কারণে তাঁদের আত্মবিশ্বাসে চিড় ধরে যেন। আর সেটারই পুরো ফায়দা তুলে নেয় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলের সঙ্গে বহুদিন যাবত চোটের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে মাঠে ফেরা মার্কো আসেনসিওর এক গোল মিলিয়ে ভ্যালেন্সিয়াকে নিজেদের মাঠে ৩-০ গোলে হেসেখেলে হারিয়েছে রিয়াল। তবে ভ্যালেন্সিয়ার সেই বাতিল হওয়া গোল নিয়ে আলোচনা থামেনি।
অনেকের মতেই, রেফারির 'অন্যায়' সুবিধা পেয়েছে রিয়াল। আর এই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল। ভ্যালেন্সিয়ার গোল বাতিল হওয়ার ঠিক ৮ মিনিটের মাথায় গোলের হওয়া বা না হওয়া নিয়ে নিজের মতামত ভিদাল জানিয়ে দেন ইনস্টাগ্রামে।