‘ধনীরা আরো ধনী এবং গরিবরা আরো গরিব হবে’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুন ২০২০, ২৩:২৯
ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্মরণকালের সবচেয়ে বড় ঘাটতি বাজেটে কর্পোরেট করে ২.৫% ছাড় দেয়া। অন্যদিকে বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি খাত থেকে বাজেটের প্রকল্পিত ব্যয়ের ৩২.৮% টাকা ঋণ করার পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ খাত থেকেই ১৯.৪%, আর বিদেশি খাত থেকে ১৩.৪% টাকা। তারপরেও কর্পোরেট করে এই ছাড় কেবলই ধনী শ্রেণীর স্বার্থ চিন্তা করেই দেয়া হয়েছে।