কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে খুলনা থেকে ঢাকায় নেওয়া হলো

সমকাল প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৯:৩০

করোনা আক্রান্ত খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. আবদুল কাদেরকে বৃহস্পতিবার বিকেলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, ডা. আবদুল কাদের করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় মেডিকেল বোর্ড তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সুপারিশ করে। এ অবস্থায় তিনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য সচিবের কাছে চিঠি দেন। এরপর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টার দিকে নৌবাহিনীর খুলনার তিতুমীর ঘাঁটি থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ডা. আবদুল কাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও