কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘২০১১ বিশ্বকাপের ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা’

প্রথমে এই অভিযোগ এনেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। এবার ‘বিশ্বকাপ ফাইনাল বিক্রির’-এই ভয়াবহ অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী! শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিনদানান্দা অতুলগামাগে অভিযোগ করেছেন- ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে ‘‘বিক্রি’’ করে দিয়েছিল শ্রীলঙ্কা।’ ১৮ জুন, বৃহস্পতিবার কলম্বোতে একটি টেলিভিশন চ্যানেলের কাছে এই অভিযোগ করেন তিনি। তার এই অভিযোগের বিষয়টি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বেশ গুরুত্ব সহকারে পুরো দুনিয়ায় প্রকাশ করেছে। ঠিক একই অভিযোগ বেশকিছু দিন আগে শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এনেছিলেন। মাহিনদানান্দা অতুলগামাগে ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কা-ভারতের সেই বিশ্বকাপ ফাইনালের সময় মাহিনদানান্দা অতুলগামাগে দেশটির ক্রীড়া মন্ত্রী ছিলেন। কলম্বোর সিরাসা টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিনদানান্দা অতুলগামাগে বলেন- ‘আজ আমি বলতে পারছি সেদিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি নিজেও তখন ক্রীড়া মন্ত্রী ছিলাম, সেই আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’ প্রশ্ন হলো তিনি সেসময় ক্রীড়া মন্ত্রী ছিলেন। তার চোখের সামনেই যখন এমন ঘটনা ঘটল তাহলে তিনি কেন তখন প্রতিবাদ করেননি। এতদিন পরে এসে কেন তার কাছে ‘সত্য’ উদঘাটনের প্রয়োজন মনে হলো? মাহিনদানান্দা অতুলগামাগে এর উত্তরে যা বললেন সেটা খুব যৌক্তিক কিছু শোনাল না। তার উত্তর- ‘সেসময় আমি আসলে ষড়যন্ত্রটা প্রকাশ করতে চাইনি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন