কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সাফল্যের সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২৮০ কিলোমিটার। এছাড়াও স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। খবর পার্সটুডের। ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ওমান সাগরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে সেনাবাহিনীর নৌ ইউনিট আজ (বৃহস্পতিবার) জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজনে বাড়ানো সম্ভব বলে জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বলেছেন, এই সাফল্য সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে এবং ইরানের তরুণ বিজ্ঞানীরা স্বনির্ভরতা অর্জনের পথে নিজেদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন