রোনালদো-দিবালাদের হারিয়ে শিরোপা জিতল নাপোলি
ম্যাচের অতিরিক্ত সময়ে কি দুর্দান্ত দুটি শট আটকে দিয়েছিলেন জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে টাইব্রেকারে গিয়ে আর পারলেন না। ফলে কোপা ইতালিয়ায় শিরোপার কাছে গিয়েও ফাঁকা হাতে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালারা। অন্যদিকে জুভেন্টাসকে হারিয়ে ছয় বছর পর শিরোপা জিতল নাপোলি।
বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুতেই জুভেন্টাসের হয়ে নেয়া দিবালার শট রুখে দেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর একই দলের দানিলোর লক্ষ্যভ্রষ্ট শট পোস্টের বাইরে চলে যায়।
অন্যদিকে নাপোলির হয়ে লরেঞ্জো ইনসিনিয়ে, মাতেও পলিতানো, নিকোলা মাকসিমোভিচ ও আরকাদিউস মিলিক প্রতিটি শটে বল জালে জড়ান। জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন একটি শটও ঠেকাতে সক্ষম হননি। ফলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় নাপোলি।
এ ম্যাচে দর্শকদের হতাশা উপহার দিয়েছেন জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। করোনা পরবর্তী ফুটবলে দ্বিতীয় ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ম্যাচে তিনটি শট নিলেও সফলতার দেখা পাননি এই স্ট্রাইকার।