নিউ ইয়র্ক স্টেট নির্বাচনে বাংলাদেশি প্রার্থী
আমেরিকার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী বাছাই নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছেন জামিলা আকতার উদ্দিন, জয় চৌধুরী এবং মেরি জোবায়দাসহ অন্য কয়েকজন। জামিলা আকতার উদ্দিন ডিস্ট্রিক্ট ২৪-এর কমিটিওম্যান প্রার্থী এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সন্তান জয় চৌধুরী ডিস্ট্রিক্ট-৩৪ এর প্রার্থী। অন্যদিকে ডিস্ট্রিক্ট ৩৭ থেকে প্রার্থী হয়েছেন মেরি জোবায়দা।
দৈনিক কালের কণ্ঠের সাথে আলাপকালের নির্বাচনে বিজয়ী হওয়ার বিষয়ে আশার কথা জানিয়েছেন প্রার্থীরা। জয় চৌধুরী বলেন, “বিজয়ী হওয়ার ব্যাপারে আমি অনেক আশাবাদী। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এবং ডিজিটালি প্রচারণা চালানো হচ্ছে। তবে আমাদের সাফল্য অনেকাংশে নির্ভর করে আমাদের যারা ভোটার তারা যদি বের হয়ে এসে ভোট দেন। সবার প্রতি আমার আহবান প্লিজ ভোটকেন্দ্রে আসুন। এতেই পরিস্থিতি বদলে যাবে।” আগামী ২৩ জুন নিউ ইয়র্ক স্টেটে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট, স্টেট সিনেট, অ্যাসেম্বলি, কমিটিম্যান ও কাউন্টি লিডারসহ বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী বাছাই বা প্রাইমারি অনুষ্ঠিত হবে।
প্রাইমারিতে বিজয়ীরা আগামী ৩ নভেম্বর জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এদিকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশি বংশদ্ভূত বেশ কয়েকজন বিজয়ী হয়েছেন। জর্জিয়ায় স্টেট সিনেটর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান চন্দন। গত ৯ জুন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট-৫ এ তার বিরুদ্ধে কেউ মাঠে নামেননি।
এমনকি রিপাবলিকান পার্টি থেকেও কেউ প্রার্থী হননি এ আসনে। ফলে তিনি নিশ্চিতভাবেই আবারো সিনেটর হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ার অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন নির্বাচনে বা প্রাইমারিতে জয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি নীনা আহমেদ।