শূন্য গ্যালারি, অথচ টিভিতে দেখাবে কানায় কানায় পূর্ণ!
করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ দিন ধরেই বন্ধ সব ধরনের ক্রীড়া আয়োজন। কিন্তু আজ থেকে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই লিগের ম্যাচ টিভিতে দেখতে বসে আপনি বুঝতেও পারবেন না যে মাঠে কোনও দর্শক-সমর্থক নেই। টিভি প্রোডাকশন হাউসের কারিকুরিতে সেটা বোঝার উপায়ই থাকবে না।
আর্সেনালের জালে ম্যানচেস্টার সিটি বল জড়ালেই তৈরি হয়ে যাবে ব্লু-মুনের সেই বিশাল শব্দব্রহ্ম। কান পাতলেই শোনা যাবে গার্দিওলা কিংবা আগুয়েরোদের নামে জয়োধ্বনি। উল্টোটাও হবে, যদি আর্সেনাল একটা পেনাল্টি পায়! তাহলে উড়ে আসবে আর্সেনাল সমর্থকদের নানা ধরনের উচ্ছ্বাসের আওয়াজ।
মূলতঃ ফাঁকা গ্যালারি হলেও টিভি দর্শকরা যাতে মাঠের স্বাদ থেকে বঞ্চিত না হন, সে জন্য স্কাই টিভি বিশেষ কারিগরি দক্ষতার শরণাপন্ন হয়েছে। ফিফার যে ভিডিও গেমস রয়েছে, তাতে সব দলের সমর্থকদের নানা গান, উচ্ছ্বাস, বিদ্রুপ, বাজনার মিশেল থাকে।
- ট্যাগ:
- খেলা
- গ্যালারি
- দর্শকশূন্য