You have reached your daily news limit

Please log in to continue


গ্যালারিতে থাকবে না দর্শক, অথচ টিভিতে সেটা বোঝাই যাবে না!

করোনাভাইরাসের কারণে গ্যালারিতে দর্শক প্রবেশ করতে পারছেন না। পুরোপুরি শূন্য গ্যালারি সামনে রেখে খেলতে হচ্ছে ফুটবলারদের; কিন্তু আজ থেকে শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ টিভিতে দেখতে বসে আপনি সেটা বুঝতেও পারবেন না যে মাঠে কোনো দর্শক-সমর্থক নেই। টিভি প্রোডাকশন হাউসের কারিকুরিতে সেটা বোঝার উপায়ই থাকবে না। আর্সেনালের জালে ম্যানচেস্টার সিটি বল জড়ালেই তৈরি হয়ে যাবে ব্লু-মুনের সেই বিশাল শব্দব্রহ্ম। কান পাতলেই শোনা যাবে গার্দিওলা কিংবা আগুয়েরোদের নামে জয়োধ্বনি। উল্টোটাও হবে, যদি আর্সেনাল একটা পেনাল্টি পায়! তাহলে উড়ে আসবে আর্সেনাল সমর্থকদের নানা ধরনের উচ্ছ্বাসের আওয়াজ। মূলতঃ ফাঁকা গ্যালারি হলেও টিভি দর্শকরা যাতে মাঠের স্বাদ থেকে বঞ্চিত না হন, সে জন্য স্কাই টিভি বিশেষ কারিগরি দক্ষতার শরণাপন্ন হয়েছে। ফিফার যে ভিডিও গেমস রয়েছে, তাতে সব দলের সমর্থকদের নানা গান, উচ্ছ্বাস, বিদ্রুপ, বাজনার মিশেল থাকে। এ রকমই ১৩০০ ধরনের শব্দ আমদানি করেছে স্কাই স্পোর্টস। ১৩ ঘণ্টার এমন বৈচিত্র্যপূর্ণ আওয়াজের সম্ভার থাকছে সম্প্রচার সংস্থাগুলোর হাতে। ফিফার ভিডিওর অডিও শিল্পী পল বোয়েচলার বলেছেন, ‘ফিফা গেমসে নিয়মিত নতুন শব্দমিশ্রিত আওয়াজ তুলে ধরা হয়। এর একটা বিরাট সম্ভার আমাদের হাতে আছে। সেটাই এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে পাওয়া যাবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন