You have reached your daily news limit

Please log in to continue


করোনাতে বউ সাজলেন ঊর্মিলা

পরনে লাল শাড়ি, কপালে টুকটুকে লাল টিপ, সঙ্গে চন্দনের নকশা, মাথায় টায়রা পরে বউ সেজেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। তবে বউ সাজলেও বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। এই বউ সাজাটা শুটিংয়ের প্রয়োজনেই। কারণ, করোনাভাইরাসে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর সম্প্রতি শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। এখন অভিনয় করছেন আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটকে। নাম ‘চড়া তালুকদার’। এতে ঊর্মিলার বিপরীতে আছেন নাটকের জনপ্রিয় মুখ জাহিদ হাসান। আরও অভিনয় করছেন সাজু খাদেম, আরফান ও নাদিয়া আহমেদ। এ নাটকের গল্পের প্রয়োজনেই লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছেন ঊর্মিলা। করোনার এই সময়ে শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‌‌‌‌‘স্বাস্থ্যবিধি মেনেই শুটিংয়ে অংশ নিয়েছি। এর ছাড়া সবাই নিজের পক্ষ থেকেও পর্যাপ্ত সতর্ক আছেন।' নাটকটি নিয়ে ঊর্মিলা বলেন, ঈদের নাটক এটি। বাংলাভিশনে প্রচার হবে। বিনোদনে ভরপুর একটি নাটক। দর্শকরা দেখে আনন্দ পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন