ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে মারণ রোগের ইনজেকশনের একটি চালান আটক করেছে। ভারতের একটি সংবাদমাধ্যমে বলা হয়, ইনজেকশনের ওই চালান বাংলাদেশে পাচার হচ্ছিল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়ায় চালানটি আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার এক ওষুধ পাচারকারী জীবনদায়ী রোগের ৪৯টি ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়ায় সাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী ওই সাইকেলআরোহীকে দাঁড়াতে বললে তিনি সাইকেল থেকে নেমে ইনজেকশনের ব্যাগ রাস্তাতেই ফেলে পালিয়ে যাযন। এরপর তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৪৯টি জীবনদায়ী রোগের ইনজেকশন।
উদ্ধার হওয়া ওই প্রতিটি ইনজেকশনের বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা করে। সব মিলিয়ে ৪৯টি ইনজেকশনের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। মারণ রোগের ইনজেকশনগুলো বাংলাদেশে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। সেই সময় ওই সাইকেল আরোহীকে দেখে সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়।
এরপর তাকে জিঞ্জাসাবাদের জন্য থামতে বললে তিনি ওষুধগুলো ফেলে পালিয়ে যান।। এরপর সাইকেলের কেরিয়ার থেকে ৪৯টি ইনজেকশনের বাক্স উদ্ধার হয় । এ ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে সাইকেল। তবে পাচারকারী পলাতক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.