করোনা রোগীদের সঙ্গে ফোনে কথা বলছেন এমপি, চিঠি পাঠাচ্ছেন এসপি
মাগুরায় করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাহস যোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় এমপি ও জেলার পুলিশ সুপার (এসপি)। এ দুইজনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে পাঠানো হচ্ছে খাদ্য সামগ্রী এবং নানা ধরনের মৌসুমী ফল। একই সাথে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে সাহস যোগাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন স্থানীয় এমপি। অপরদিকে এসপি উপহার সামগ্রীর সাথে করোনা রোগীর কাছে লিখছেন, সাহস জাগানিয়া টিঠি।
জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, করোনার শুরু থেকে এ পর্যন্ত স্থানীয় এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় পরিচালিত হটলাইন টিম চার হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যুবলীগের নেতা-কমীরা। এরই ধারাবাহিকতায় হটলাইন টিমের দায়িত্বে থাকা যুবলীগ নেতা- কর্মীরা বর্তমান পরিস্থিতিতে জেলায় করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে-বাড়িতে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি নানা ধরনের মৌসুমি ফল। একই সাথে এমপি সাইফুজ্জামান শিখর, মোবাইল ফোনে করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত কথা বলে তাদের সাহস যোগানোর পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.