You have reached your daily news limit

Please log in to continue


চলতি বছরেই ১৭ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

থামছে না ভারত সীমান্তে হত্যা। বার বার প্রতিশ্রুতি সত্বেও সীমান্তে একপেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে প্রতিবেশি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। চলতি বছরে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হবার ঘটনা বেড়েছে। চলতি বছরের এই সাড়ে ৬ মাসে (১৬ জুন পর্যন্ত) ১৭ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এতথ্য জানিয়েছে। সর্বশেষ ১৫ জুন নওগাঁ সীমান্তে বিএসএফ'র গুলিতে এক রাখাল বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানাচ্ছে। আসকের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ১৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটলো। ২০১৯ সালে ৩৭ জন গুলিতে ও ৬ জন নির্যাতনে মারা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন