চলতি বছরেই ১৭ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৬ জুন ২০২০, ২২:৩১

থামছে না ভারত সীমান্তে হত্যা। বার বার প্রতিশ্রুতি সত্বেও সীমান্তে একপেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে প্রতিবেশি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। চলতি বছরে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হবার ঘটনা বেড়েছে। চলতি বছরের এই সাড়ে ৬ মাসে (১৬ জুন পর্যন্ত) ১৭ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এতথ্য জানিয়েছে।

সর্বশেষ ১৫ জুন নওগাঁ সীমান্তে বিএসএফ'র গুলিতে এক রাখাল বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানাচ্ছে।

আসকের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ১৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটলো। ২০১৯ সালে ৩৭ জন গুলিতে ও ৬ জন নির্যাতনে মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও