![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/13/e3c7059bf6345b922336ff64b3ca0ce1-sunamgonj.jpg?jadewits_media_id=588004)
সুনামগঞ্জের তিন পৌরসভা ও ১২ ইউনিয়ন রেড জোনে
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ২২:৩২
করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় সুনামগঞ্জ জেলার তিনটি পৌরসভা ও ১২টি ইউনিয়নকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সেখানে লকডাউনের নির্দেশনা বাস্তবায়িত হবে।