চোখ থাকতেও বিএনপি অন্ধ : তথ্যমন্ত্রী
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৭:৫৭
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাসপাতালে হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছে। কিন্তু চোখ থাকতেও যারা অন্ধ, তারা সেগুলো দেখতে পাচ্ছে না। তাদের চোখে তো আলো দেয়া সম্ভব নয়।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাছান মাহামুদ বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও বিএনপির নেতাদের ভাষা প্রচন্ড রাজনৈতিক বিদ্বেষপূর্ণ। আমরা আশা করেছিলাম, বিএনপি অন্যান্য দেশ, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকেও রাজনৈতিক ভাষা শিখবে। ভারতে বিরোধীদলীয় নেত্রী সোনিয়া গান্ধী প্রথমেই চিঠি লিখে সরকারকে জানিয়েছেন যে, ভারত সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেগুলো তারা সমর্থন করেন এবং এই দুর্যোগে তারা সরকারের পাশে আছে। বাংলাদেশে বিএনপি সেটি করতে ব্যর্থ হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে