You have reached your daily news limit

Please log in to continue


আড়ালে থেকেই সমাজসেবা করতেন সুশান্ত, নরেন্দ্র মোদীর টুইট

সবসময় মিষ্টি হাসির মানুষটার মনে কত কষ্ট দানা বেঁধেছিল, তা কেউ বুঝতে পারেনি। নীরবে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। দু’বছর আগে কেরালার বন্যায় অগণিত মানুষের কষ্টে তিনিও এগিয়ে এসেছিলেন। চুপিচুপি এক বন্ধুর নাম দিয়ে কোটি টাকা দান করেছিলেন ত্রাণ তহবিলে। তার মৃত্যুর পর সেখবর রিটুইট করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। ২০১৮ সালে কেরালার বিধ্বংসী বন্যা মোকাবিলায় এগিয়ে এসেছিলেন অনেকেই। সেসময়েই সবার অলক্ষ্যে, একেবারে চুপিসারে দুর্গতদের জন্য ১ কোটি রুপি দান করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তবে চমকপ্রদ ব্যাপার, দান-খয়রাতি নিয়ে যখন সবাই সামাজিক মাধ্যমে খোলাখুলি কথা বলেন, তখন সুশান্ত হেঁটেছিলেন অন্য পথে। নিজের নামে নয়, বরং অর্থসাহায্য করেছিলেন এক অনুরাগীর হয়ে। সুশান্তের মৃত্যুর পর সেই ভক্ত সেদিনকার স্ক্রিনশট পোস্ট করে অভিনেতার উদারতার কথা স্মরণ করেছেন। সেবার বন্যার সময় সুশান্তের এক অনুরাগী টুইটারে লিখেছিলেন, ‘এই পরিস্থিতিতে আমি দুর্গতদের কিছু সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই!’ অনুরাগীর এই পোস্ট চোখে পড়তেই তার পাশে দাঁড়িয়েছিলেন ‘পিকে’ অভিনেতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন