কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘করোনা আক্রান্ত মন্ত্রী-এমপিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না’

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৬:১৩

করোনায় আক্রান্ত মন্ত্রী-এমপিরা সরকারি কোনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন উর রশীদ। তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত ১০ বছরে বাংলাদেশ থেকে চার কোটির অধিক মানুষ চিকিৎসার জন্য ভারতে গেছেন। এই সত্য কথাগুলো বলার জন্য সংসদে এসেছি।’

সোমবার (১৫ জুন) সকালে জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা কোভিডে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে যাচ্ছেন না। তারা সিএমএইচে বা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর, একেবারে ধ্বংস হয়ে গেছে, আজকে এটিই তার প্রমাণ।’

নিজের নির্বাচনী এলাকায় চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে চিত্র তুলে ধরে হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ২০১১ সালে ১০০ শয্যা থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবকাঠামো নির্মিত হয়েছে। এখানে এখন পর্যন্ত কোনও জনগণ নাই। ১০০ বেডের লোকবল নিয়ে কাজ চলছে। সেখানে অক্সিজেনের সিস্টেমও নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও