You have reached your daily news limit

Please log in to continue


গরু আনতে ভারতে ঢোকা বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএসফ

গরু আনার জন্য কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করায় হজরত আলী (৪৮) নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার ভোররাতের দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার দু'দিকে আরকি (বাঁশ দিয়ে তৈরি বিশেষ ধরনের মই) লাগিয়ে ভারতের ভূ-খণ্ডে প্রবেশ করার পর বিএসএফের ঝালোরচর বিওপির টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। হজরত আলী রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের নাউবাড়ীকান্দা গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ও এলাকাবাসী জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯-এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে কয়েকজন গরু আনার জন্য সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যায়। এদের মধ্যে হজরত আলী কাঁটাতারের বেড়ায় আরকি লাগিয়ে ভারতের ভূ-খণ্ডে প্রবেশ করলে বিএসএফের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন