করোনার সংকটে অর্থ কষ্টে বাউল শিল্পীরা, আরটিভির উদ্যোগ
বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ আমাদের প্রিয় জন্মভূমিতেও পড়েছেন। আর শিল্পী সমাজ বিশেষ করে বাউল শিল্পীরাও এর বাইরে নয়। করোনার সংকটে অর্থ কষ্টে পড়েছেন অনেক বাউল শিল্পী।
সব শ্রেণি পেশার মানুষের মনে মৃত্যু ভয় গ্রাস করেছে। আরও একটি বিষয় ভয়াবহ আঁকার ধারণ করেছে তা হলো অর্থ কষ্ট। করোনাকালীন এই সময়ে ভীষণ কষ্টে দিনযাপন করছেন প্রত্যন্ত অঞ্চলের বাউল শিল্পীরা। তাদের সব ধরনের আয় রোজগার বন্ধ হয়ে গেছে।
সারাদেশের হাজার হাজার লোক গানের শিল্পীরা মানবেতর জীবনযাপন করছেন। এসব শিল্পীরা অর্থের চেয়ে মাটির গান ভালোবাসেই বেঁচে আছেন কিন্তু জীবিকার প্রয়োজনে মঞ্চে গান করতেন তা আজ করোনার ভয়াল থাবায় বন্ধ।
দেশের প্রতিটি বাউল শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সঙ্গীত ব্যক্তিত্বরা। ক্ষুধার কষ্টে অনেক বাউল শিল্পীরা যখন দীর্ঘ শ্বাস ফেলছেন। সেই মুহূর্তে আরটিভির আয়োজনে শুরু হয়েছে রিয়েলিটি শো "বাংলার গায়েন"। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সঙ্গীত তারকা আসিফ আকবর, কণ্ঠ শিল্পী আঁখি আলমগীরসহ অনেকেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.