অডি’র অত্যাধুনিক গাড়ি বাংলাদেশে
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৪ জুন ২০২০, ২২:৪০
চলতি জুনে নতুন মডেলের তিনটি গাড়ি বাংলাদেশে বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত জার্মান অটোমোবাইল কোম্পানি অডি।বাংলাদেশে অডি ব্র্যান্ডের একমাত্র অনুমোদিত প্রতিনিধি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে গাড়িগুলো কেনা যাবে। সব গাড়ি দুই বছরের সীমাহীন মাইলেজ ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সব সেবা ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নিজস্ব সার্ভিস সেন্টার থেকে দেওয়া হবে।
বাংলাদেশি কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব বিধি নিষেধ অনুসরণ করে অডি’র শোরুম খোলা থাকছে।
২০২০ অডি এ৬: অসংখ্য নতুনত্ব ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে অষ্টম প্রজন্মের সফল এক পরিপূর্ণ সেডান অডি এ৬। ডিজিটালাইজেশন, স্বাচ্ছন্দ্য অথবা খেলাধুলা- ক্ষেত্র যাই হোক; বহুমুখি সুবিধার অত্যাধুনিক গাড়িটি আধুনিক জীবনের এক মার্জিত প্রতীক।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- গাড়ি
- অডি গাড়ি
- ঢাকা