উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ নতুন করে সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক সরকার। ওই অঞ্চলের তুর্কি বাহিনীর উপস্থিতি জোরদার করার লক্ষ্য নিয়ে এই নতুন সেনাশক্তি পাঠানো হলো। আঙ্কারা দীর্ঘদিন থেকে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থায়ী ঘাঁটি করার চেষ্টা চালিয়ে আসছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এক রিপোর্টে জানিয়েছে, তুরস্কের সামরিক বাহিনীর অন্তত ৪০টি গাড়ির একটি বহর কাফ্র লুজিন সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে এবং এসব গাড়ি হাসাকা প্রদেশের তুর্কি সামরিক বাহিনীর অবস্থানের দিকে এগিয়ে গেছে।
এদিকে, সিরিয়ায় মোতায়েন ১৪০ তুর্কি সেনা ও পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরইমধ্যে তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ফলাফল পজিটিভ এসেছে। তুরস্কের এসব সেনা ও পুলিশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহর এবং ইদলিব প্রদেশের আরো কয়েকটি জায়গায় মোতায়েন রয়েছে। এরমধ্যে ২০ জন সেনা সদস্য, বাকি সবাই পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.