You have reached your daily news limit

Please log in to continue


ভার্চ্যুয়াল কোর্টে জামিন চেয়েছেন ডেসটিনির এমডি

ঢাকা: মানি লন্ডারিং মামলায় হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন।রোববার (১৪ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন উজ্জল ভৌমিক। তিনি বাংলানিউজকে জানান, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা হয়। এর মধ্যে একটিতে জামিনের জন্য আবেদন করা হয়েছে। রোববারের কার‌্যতালিকায় এটি রয়েছে। তাই ওই আবেদনের ওপর শুনানি হতে পারে। দুদকের তৎকালীন উপ-পরিচালক মোজাহের আলী সরদার এ মামলা করেন। মামলায় সাধারণ বিনিয়োগকারীদের ২০০৬ সালের ২১ মার্চ থেকে ২০১২ সালের মে মাস পর‌্যন্ত বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন