দুঃসময়ে ‘সাময়িক’ ভাড়া বৃদ্ধি যাত্রীদের স্থায়ী দুর্ভোগ
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৯:১২
একসময় সংক্রামক রোগে কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেত, কারণ তারা জানত না কেন কলেরা হয়। এখন পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করা যায় খুব সহজেই এবং কলেরা থেকে মুক্ত থাকা যায়। তাই এখন আর কলেরা মহামারি হয় না। ঠিক এমনিভাবে করোনাভাইরাসের প্রাথমিক পর্যায়ে ভিন্ন রূপ দেখলেও এখন কোন কোন মাধ্যমে এটা ছড়ায় তা আমরা সবাই জানি। করোনা রোগীর থুতু, কাশি, লালা কিংবা চোখের পানি দিয়ে করোনা...