বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চারদিকে বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মানুষের আহাজারিতে দেশের আকাশ ভারী হয়ে উঠছে। শুধু ঢাকা নয়, অনেক জেলায় লাশ দাফন করার জায়গা খালি নেই। শুধু রাজধানীর কবরস্থানগুলোতে গত চার মাসে লাশ দাফন হয়েছে দুই-তৃতীয়াংশ বেশি। নারায়ণগঞ্জে এ সংখ্যা দ্বিগুণ।’ শনিবার (১৩ জুন) সকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি গঠিত জাতীয় করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনলাইনে যুক্ত ছিলেন পর্যবেক্ষণ সেলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন।
এসময় লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সরকারের চরম অবহেলা ও দায়িত্বহীন আচরণে বাংলাদেশে কোভিড-১৯ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাবে দেশে মৃত্যু হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্য সূত্রে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা কয়েকগুণ বেশি।’