
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড স্থগিতের মেয়াদ বাড়ছে
করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের (পারিবারিক কোটায়) অভিবাসন ভিসা সীমিতকরণ, বিদেশী কর্মী এবং এসাইলাম প্রার্থীদের আগমণ ঠেকাতে কঠিন বিধি আরোপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সেক্টরের নাজুক অবস্থার আশঙ্কা করা হচ্ছে। বহু আমেরিকান বেকার হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা এসেছে, তা থেকে উত্তরণে সংক্ষিপ্ত কোন উপায় কেউই দেখছেন না। আমেরিকানদের বেকার রেখে বিদেশি শ্রমিক/কর্মী আনতে আগ্রহী নয় ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউজের সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস ১২ জুন প্রকাশিত সংবাদে জানিয়েছে, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত করা হলে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত (ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস) পথে যুক্তরাষ্ট্রে ঢুকেই এসাইলাম প্রার্থনার যে প্রবণতা রয়েছে সেটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তারা প্রচলিত রীতি অনুযায়ী সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে এসাইলাম প্রার্থনা করলেও কোন লাভ হবে না। তাদের আবেদনের কোন শুনানি (এসাইলাম অফিসার/ইমিগ্রেশন জজ) হবে না। সরাসরি তাদেরকে সীমান্তের ওপারে অর্থাৎ পুনরায় মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জারিকৃত এক নির্বাহী আদেশে গ্রিনকার্ড ইস্যুও কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন। এভাবে ট্রাম্প চাচ্ছেন যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজের জন্যে আসতে আগ্রহীদের জন্যে ভিসার সংখ্যা একেবারেই কমিয়ে ফেলতে।