নদীর পাড়ে মাছেদের সঙ্গে কেলিতে মশগুল এক শিম্পাঞ্জি। দিচ্ছে তাদের খাবারও। এমনই একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন ভারতের আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দা। যার কাজই হচ্ছে প্রাণি ও উদ্ভিত জগতের অদ্ভুতসহ ভিডিও ইন্টারনেটে শেয়ার করা।
এই ভিডিও প্রসঙ্গে আইএফএস কর্তা লিখেছেন; শিম্পাঞ্জি মানুষের মতোই। মানসিক চাপ কমাতে মাছেদের সঙ্গে খেলা করে আর খাবার দেয়। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। পোস্টের পরপরই ভাইরাল হয়েছে এই ভিডিও। শিম্পাঞ্জির এই শান্ত স্বভাব দেখে বিস্মিত অনেকেই।
যেভাবে কাঠের হাঁটুতে বসে মানুষের মতোই আচরণ করছে ওই প্রাণী; তা দেখে কিছুটা হলেও বিনোদন পেয়েছে নেটদুনিয়া। ১৪ সেকেন্ডের এই ভিডিও এই ভিডিও এখনও পর্যন্ত ৩০ হাজার ভিউ পেয়েছে। ৪০০ হাজারেরও বেশি লাইক আর ৮০০ এর বেশি রিটুইট করা হয়েছে সেই ভিডিও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.