কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘চাইলেই মেসি ব্যবধান গড়ে দিতে পারে’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৮:২৯

লিওনেল মেসি চাইলেই পার্থক্য গড়ে দিতে পারেন। আর বার্সেলোনা অধিনায়ক যখন এই মেজাজে থাকেন তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না বলে মনে করছেন মায়োর্কা কোচ ভিসেন্তে মোরেনো।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন মাসের বিরতি শেষে বৃহস্পতিবার সেভিয়া ও রিয়াল বেতিস ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে লা লিগা। শনিবার মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা চাইবে ব্যবধান আরও বাড়িয়ে নিতে। অন্য দিকে, স্বাগতিক মায়োর্কার সামনে অবনমন এড়ানোর চ্যালেঞ্জ। ২৫ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে দলটি।

গত ডিসেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় ৫-২ গোলে জিতেছিল বার্সেলোনা। কাম্প নউয়ে হ্যাটট্রিক করেছিলেন মেসি। লিগে এখন পর্যন্ত তার গোল ১৯টি, অ্যাসিস্ট ১২টি; দুটোই এবারের আসরের সর্বোচ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও