You have reached your daily news limit

Please log in to continue


মনে আছে ততেন্দো তাইবুকে? রাষ্ট্রীয় নির্যাতনে দেশ ছাড়েন যে ক্রিকেটার...

ততেন্দো তাইবুর কথা বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে অকৃত্রিম বন্ধু জিম্বাবুয়ের ততেন্দো তাইবু বহুবার বাংলাদেশে এসেছেন। ২০০১ সালে মাত্র ১৮ বছর বয়সে ২২ গজে অভিষেক। মাত্র তিন বছর বাদে জাতীয় দলের অধিনায়ক। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের তাতেন্দা তাইবুই ছিলেন কনিষ্ঠতম ক্রিকেট অধিনায়ক। পরে সেই রেকর্ড চলে যায় আফগানিস্তানের রশিদ খানের দখলে। ২০০৪ সালে জিম্বাবুয়ের অধিনায়ক হন তাইবু। ময়দানে 'টিবলি' নামে পরিচিত তাইবু ছিলেন ২২ গজের সবচেয়ে আলোচিত ও বর্ণময় চরিত্রগুলোর মধ্যে অন্যতম। দেশের হয়ে ২৮টি টেস্ট, ১৫০টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু এই ডানহাতি ব্যাটসম্যানের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০১২ সালে। মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানা তিনি। এর পেছনে ক্রিকেটীয় তথ্যের থেকেও বেশি আলোচিত একাধিক বিতর্ক। জিম্বাবুয়ে সরকারের নির্যাতনের শিকারও হতে হয়েছে তাকে। ২০১৯ সালে লেখক জ্যাক গর্ডনের সঙ্গে 'কিপার অফ ফেইথ' নামের বই লেখেন তাতেন্দা তাইবু। বইয়ে হারারে শহরে জন্ম থেকে ক্রিকেট জীবন এবং জিম্বাবুয়ের রাজনীতিও অনেক মন্তব্য করেন। তাইবু জানান, মাত্র ২৯ বছর বয়সে ক্রিকেট ছেড়ে তিনি গির্জায় চাকরি নেন। এরপর ২০১৬ সালে ব্রিটেনের লিভারপুল শহরে গিয়ে হাইটাউন সেন্ট ম্যারি ক্রিকেট ক্লাবে যোগ দেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সমস্যার শুরু হয়েছিল জাতীয় দলের অধিনায়ক হওয়ার দুই বছর পর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন