বাড়ছে ধর্ষণ ও শিশু নিগ্রহ, জঘন্য অ্যাখ্যা দিয়ে যে পর্ন সাইট বন্ধের দাবি
শিশু যৌনতা, নাবালক-নাবালিকা ধর্ষণ। এভাবে শিশু নিগ্রহের সঙ্গে পাল্লা দিয়ে নারী পাচারের একের পর এক ভিডিও। ভারতে লকডাউনকালেও এরকম ন্যক্কারজনক ঘটনা ফুলে ফেঁপে ওঠার জন্য এই দুই বিষয়কেই ঢাল করেছে জনপ্রিয় পর্ন ওয়েবসাইট 'পর্নহাব'। আর তা নিয়ে বিগত কিছু দিন ধরেই পর্নহাবের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন নানামহলের মানুষজন। এবার সরব হলেন ভারতের নারীপাচার বিরোধী এক্সপার্ট লায়লা মিকেলওয়েট।
খুব সম্প্রতি জনপ্রিয় এই ওয়েবসাইট চিরতরে নিষিদ্ধ করতে একটি পিটিশনের মাধ্যমে পর্নহাব বিরোধী মানুষজনের সই সংগ্রহ করা শুরু করেছেন লায়লা। সেই পিটিশনে এক মিলিয়নেরও বেশি মানুষ সমর্থন করেছেন। পিটিশনে বলা হচ্ছে, বিশ্বের সর্ববৃহৎ এবং সবথেকে জনপ্রিয় পর্ন সাইট পর্নহাব, দিনের পর দিন শিশু ধর্ষণ, নারী পাচার এবং শিশু ও নারীদের অপরাধমূলক একাধিক ভিডিও প্রকাশ করার মধ্যে দিয়ে ব্যবসা শুরু করেছে। আমরা এই পর্নহাব চিরকালের মতো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। পাশাপাশিই এই অপরাধের জন্য যারা দায়ী, তাদেরও উচিত শিক্ষা দেওয়ার দাবি জানাচ্ছি।
পিটিশনে আদশে 'পর্নহাব'-এর অসৎ উদ্দেশ্যের সবরকম কারিকুরি ফাঁস করে দেওয়া হয়েছে। যৌন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, এক অপহৃত নাবালিকাকে যৌন নির্যাতনের শিকার হওয়ার ভিডিয়ো পোস্টসহ একাধিক উদাহরণ উদ্ধৃত করা হয়েছে লায়লা মিকেলওয়েটের ওই পিটিশনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.