তামিমের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হল বিপ্লবের বাবা

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ জুন ২০২০, ১৪:০৭

করোনাকালে অন্যান্য রোগীদের চিকিৎসা ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে গিয়ে সেবা পাচ্ছেন না। গুরুতর অবস্থা হলেও অনেকেই ভর্তি হতে পারছেন না হাসপাতালে। জাতীয় দলের তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের ক্ষেত্রেও এমনই হয়েছে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াতে হলো তাকে।

বাবার চিকিৎসার জন্য দুদিনে অন্তত পাঁচটি হাসাপাতালে গিয়েছেন বিপ্লব। কিন্তু কোনো দিশা মিলছিল না। উপায় না দেখে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দ্বারস্থ হন জাতীয় দলের তরুণ এই লেগ স্পিনার। অবেশেষে একটা গতি হয়েছে। তামিমের সহায়তায় বাবা আব্দুল কুদ্দুসকে বুধবার সন্ধ্যায় মিরপুরের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করিয়েছেন বিপ্লব।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপ্লব বলেন, ‘উপায় না দেখে আমি তামিম ভাইকে ফোন দেই। এ ছাড়া আমাদের ম্যানেজার সাব্বির ভাইকে ফোন দেই। তামিম ভাইয়ের সাথে কথা হওয়ার পর উনি আমাকে বললেন, একটা মিনিট অপেক্ষা কর আমি দেখছি। তামিম ভাইয়ের পরিচিত ডাক্তার ছিল হার্ট ফাউন্ডেশনে, উনি কথা বলে ভর্তি করার সব ব্যবস্থা করে দেন। এরপর বাবাকে ওখানে ভর্তি করিয়েছি।’

ভর্তির দিনে বাবার অবস্থার উন্নতি না হলেও আপাতত কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন বিপ্লব। গত বছর ঘরের মাঠে জাতীয় দলে অভিষেক হওয়া এই লেগ স্পিনার বলেন, ‘এখন মোটামুটি আছেন। দেখে আগের থেকে একটু ভালোই মনে হচ্ছে। ওয়ার্ডেই উনাকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ সকালে করোনার টেস্ট করানো হয়েছে। রেজাল্ট এলে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও