কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জননিরাপত্তা খাতে বরাদ্দ ২২ হাজার ৬৫৮ কোটি টাকা

চ্যানেল আই প্রকাশিত: ১১ জুন ২০২০, ২১:১৯

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের সক্ষমতা বাড়াতে বরাদ্দ করা হয়েছে ২২ হাজার ৬৫৮ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৪৪৪ কোটি টাকা বেশি।

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

জননিরাপত্তা খাতে বিগত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ২২ হাজার ২১৪ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৪৪৪ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও