‘বুকের ভেতরটা নাড়িয়ে দেওয়া এই গান বেঁধেছেন সায়ান’- এমন ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী সায়ানের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন জয়া আহসান। খুব হিসেবি দুই বাংলার প্রধান এই অভিনেত্রীর কাছ থেকে যেমন প্রশংসা সচরাচর মেলা ভার!শুধু সায়ানের গানের পক্ষে এক লাইন লিখেই থামেননি টানা আড়াই-মাস ধরে ঢাকার বাসায় কোয়ারেন্টিনে থাকা জয়া আহসান।
সঙ্গে তিনি সংহতি প্রকাশ করেছেন বিশ্বজুড়ে চলা জর্জ ফ্লয়েড হত্যা-প্রতিবাদ আন্দোলনের সঙ্গেও।তিনি লিখেছেন, ‘গায়ের রঙ কালো, শুধু এই অপরাধে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে মেরেছে আমেরিকার সাদা চামড়ার পুলিশ। এতগুলো সভ্যতা পার হয়েও কত নিষ্ঠুর পথ ধরে যে বিভেদ আসে! এই বিভেদ ধর্মের, বর্ণের, রঙের, জাতির, শ্রেণীর, নারী–পুরুষের। এই ভেদরেখা আমরা পার হবো নিশ্চয়ই, একদিন।’শেষে বললেন, ‘সালাম, ভেদরেখা পার হওয়া আগামীর মানুষদের প্রতি।
’এদিকে তারও আগে ৫ জুন নিজের ইউটিউব চ্যানেলে ‘কালো মানুষ’ নামের গানটি প্রকাশ করেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। ছয়দিনে গানটির ভিউ তিন হাজারও পার করেনি! ভিউর বাজারে এই দায় সায়ানের নয়, বরং জাতির। সায়ান শুধু বরাবরের মতো এবারও তার কণ্ঠটা তুলেছেন প্রতিবাদের সুরে, বর্ণবাদের বিরুদ্ধে। যে গান শুনে জয়া আহসানের মতো এমন অনেক প্রসিদ্ধ মানুষের বুক কেঁপেছে- সম্ভবত সায়ানের প্রশান্তিটাও এখানেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.