বান্ধবীসহ পর্নো সাইটে ভাইরাল ইউটিউবার বং গাইয়ের ছবি
সময়ের অন্যতম জনপ্রিয় ইউটিউবার 'দ্য বং গাই’। করোনা মোকাবিলায় এক লাখ টাকা অনুদান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সমাজ সচেতনতার নানা রকম ভিডিও দিয়েও বেশ পরিচিত তিনি। এবার মুখোমুখি হলেন বিতর্কের। তার ছবি ভাইরাল হলো পর্নো সাইটে! দু’একটা স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই, বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল এই খবর।
শুধু তাই নয়, তারই এক বান্ধবীর সঙ্গে ছবি এডিট করে সংশ্লিষ্ট পর্ন সাইটে পোস্ট করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তুললেন বং গাই খ্যাত কিরণ দত্ত। পর্নো সাইটে সেই ছবির স্ক্রিনশট আসতেই নেটিজেনদের একাংশ কদর্য মন্তব্য করতেও ছাড়েনি সেসব পোস্ট করে। এমনকি কিরণকেও ফোন করে অনেকে জিজ্ঞেস করেছেন যে, 'তার পর্নো বেরিয়েছে কিনা!' প্রতিবেশীদের কাছেও তাকে এই সম্পর্কিত বিষয়ে কটু কথা শুনতে হয়েছে। প্রথমটায় সেরকম আমল না দিলেও একের পর এক কদর্য মন্তব্যের পরই এই প্রসঙ্গে মুখ খোলেন ‘বং গাই’। কিরণের অভিযোগের তীর এক তরুণীর দিকে। যিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলেই দাবি তার। একাধিক স্ক্রিনশট শেয়ার করে একটি দীর্ঘ পোস্টে খ্যাতনামা এই ইউটিউবার তার যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন।
কিরণ জানিয়েছেন, তার এবং তার এক বান্ধবীর ছবি এডিট করে একটা পর্নো ওয়েবসাইটে বসিয়ে শেয়ার করা হয়েছে। যে এই কাজটি করেছেন, তিনি নিজে মজা নেওয়ার জন্যই ভুল তথ্য শেয়ার করেছেন কদর্য কাণ্ডটি ঘটিয়েছেন। পাশাপাশি কিরণ এও বলেন যে, 'ইতিমধ্যেই কিছু ফোন পেয়েছি যে আমার কোনো পর্নো লিক হয়ে গেছে কিনা! এটা পুরোপুরি ফেক একটা ছবি। নেগেটিভ পাবলিসিটি কিংবা খ্যাতি পাওয়ার জন্যই নাকি আমি নিজের পর্নো বের করেছি, এসবই শুনতে হচ্ছে আমাকে।' কিরণের এই পোস্টের ভিত্তিতে অনেকেই তাকে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন। মিমারদের (যারা মিম বানান) কাছেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘বং গাই’। '
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.