চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন করোনায় আক্রান্ত
চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের ৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে ১৪৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে এমপি মোছলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের আরো ৯ সদস্য রয়েছেন।
মঙ্গলবার নগরীর লালখান বাজারের বাসা থেকে এমপিসহ পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল। এরমধ্যে তিনিসহ ১০ জনের করোনা পজিটিভ এলেও নেগেটিভ এসেছে বাকি পাঁচজনের। এর আগে ২ জুন চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমানসহ তার বাড়ির ১১ সদস্যের করোনা শনাক্ত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.