১০ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ২৪ হাজারে বিক্রি, জরিমানা
অতিরিক্ত দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করায় কুমিল্লা নগরীর রেলস্টেশন রোডে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।তিনি জানান, করোনার কারণে কুমিল্লায় অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। তবে অতিরিক্ত দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করার অভিযোগে কুমিল্লা নগরীর রেলস্টেশন রোডে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১০ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার (বড় সাইজ) ২৪ হাজার টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পাওয়া যায় মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ, স্কাই অক্সিজেন অ্যান্ড গ্যাসেস ও মেসার্স বোসরা অক্সিজেন অ্যান্ড গ্যাসেস প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমনকি তারা কোনো ক্রয় রশিদ দেখাতে পারেনি। তাই ওই ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।