You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস : 'এক রাতেই হাসপাতালে পরিণত হয় আমাদের বাড়ি'

একান্নবর্তী পরিবারের একজন সদস্য প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আরো দু'জন অসুস্থ হয়ে যান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাশি বেড়ে যাচ্ছিল, সেই সঙ্গে বাড়ছিল উদ্বেগ। তবে ভারতের দিল্লির যুবক মুকুল গর্গ তার পরিবারের সদস্যদের করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন হয়ে যাননি। তিনি ভেবেছিলেন, এই ঋতুতে এরকম হতেই পারে। পরিবার থেকে পাঁচ-ছয়জন আক্রান্ত হওয়ার পরেও তিনি উদ্বিগ্ন হননি। কয়েকদিনের মধ্যে আরো পাঁচজন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ততদিনে করোনার লক্ষণ প্রকাশ পেতে শুরু করে মুকুলের। আরো কয়েকদিন যেতেই ১৭ জনের পরিবারের ১১ জনই করোনা আক্রান্ত হয়ে যান। মুকুল বলেন, বাইরের কারো সঙ্গে আমরা দেখা করতাম না। কেউ আমাদের বাড়িতে আসতো না। বিশেষ করে কেউ আমাদের বাড়িতে এসে যেন আক্রান্ত না হয়, সেজন্য এই সতর্কতা। এজন্য একান্নবর্তী পরিবার হয়েও আমাদের লড়াইটা ছিল কেবল আমাদের পরিবােরেরই। এদিকে দেশে (ভারতে) মার্চের শেষের দিক থেকেই লকডাউন শুরু হয়ে যায়। জনগণকে বাড়িতে থাকার কথা বারবার বলা হচ্ছিল। লকডাউনে ভারতের ব্যস্ত সড়কগুলোও ফাঁকা হয়ে গিয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন