You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রীর ইনস্টাগ্রাম ভিডিওতে বস্ত্রহীন অবস্থায় ধরা পড়লেন সঞ্চালক

সিএনএনের হোস্ট কুমো বস্ত্রহীন অবস্থায় ধরা দিলেন তার স্ত্রীর শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে। পেজ সিক্স অনুসারে তার বিলাসবহুল বাড়ির বাগানে জামা কাপড় ছাড়াই দাঁড়িয়েছিলেন তিনি। যোগাসনের ভিডিও রেকর্ড করেন তার স্ত্রী ক্রিস্টিনা কুমো। ভিডিওতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছন দিক ক্যামেরার দিকে পিছন করে একজন দাঁড়িয়ে রয়েছে যা দেখে অনেকেই অনুমান করেন ইনিই হলেন সাংবাদিক।গভর্নর অ্যান্ড্রু কুমোর ভাই হলেন ক্রিস, যিনি করোনাভাইরাস মহামারীর সময় নিজের বাড়ির বেসমেন্ট থেকে সংবাদ পরিবেশন করেন। কুমো ও তার স্ত্রী এবং তাদের তিন সন্তান তাদের এই বিশাল বাড়িতে রয়েছেন। বস্ত্রহীন অবস্থায় যে ছবিটি ধরা পড়ে ইনস্টাগ্রামের ভিডিওতে সেটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেওয়া হয়। যদিও ততক্ষণে অনেকেই স্ক্রিনশট নিয়ে ফেলেছেন আর এই স্ক্রিনশট এখন ভাইরাল টুইটারে। অনেকেই এই ভিডিও দেখে হতবাক হয়ে যান। অনেকে আবার নাটক বলে উড়িয়ে দেন। সিএনএন এর এই হোস্ট তার করোনা উপসর্গ নিয়েও খোলাখুলি বলেন। সে সময় জ্বর এবং তার দাঁতের সমস্যা নিয়েও তিনি জানান। দ্য সান অনুসারে তিনি জানান যে তিনি ভালো আছেন এখন। তবে ফুসফুসে সমস্যা আছে। আগের অবস্থাতেও ফিরে যাননি। তবে কাজ করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন