নেত্রকোনার মোহনগঞ্জে গৃহকর্মী মারুফা হত্যার প্রতিবাদ অব্যাহত রেখেছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। এ লক্ষে মোহনগঞ্জ উপজেলার নারী নির্যানতন প্রতিরোধ কমিটির নেতৃত্বে ২০টির অধিক সংগঠন মিলিত হয়ে 'মারুফা মঞ্চ' গঠন করে প্রতীকী অনশনের মাধ্যমে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হচ্ছে।
বুধবার সকাল ১১ টা থেকে মোহনগঞ্জ পৌরশহরের শহীদ মিনারে বসে তারা এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। এ সময় ঐতিহ্যবাহী পাইলটিয়ান ব্যাচ ও সামাজিক স্বেচ্ছানেবী সংগঠন শিশু ছায়ার সদস্যরা ব্যানারসহ এতে যোগ দিয়ে একাত্মতা জানায়। তাদের সঙ্গে যোগ দেন নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির নেতৃবৃন্দও। এ সময় শহীদ মিনারের এক কোণে বসে চোখের জল ফেলছিলেন হত্যার শিকার মারুফার মা আকলিমা আক্তার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.