![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/06/10/1131212020_02_28_87816_1582893381._large_.jpg)
হজ বাতিলের সিদ্ধান্তে অটল ইন্দোনেশিয়া
হজ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করছে না ইন্দোনেশিয়া। সৌদি আরব সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা করলেও তাতে সাড়া দিচ্ছে না ইন্দোনেশিয়া। হজ বাতিলের বিষয়ে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা মেনে হজ পালন করা সরকারের জন্য অসম্ভব একটা ব্যাপার।
আমরা এখন হজের জন্য ছুটলে ভাইরাস ছড়াবে খুব সহজে। এই পরিস্থিতিতে হজ সম্ভব না। ইন্দোনেশিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর পবিত্র হজ পালন করতে মক্কা ও মদিনায় যান।
চলতি মাসের প্রথমে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী এক টিভি ভাষণে বলেছেন: “সরকার ২০২০এর হজ বাতিল করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের জন্য এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা জানি বহু মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত হবেন।” হজের জন্য যে কোটা পদ্ধতি আছে তাতে অপেক্ষার সময়কাল বিশ বছর। এই কোটায় এবছর ইন্দোনেশিয়া থেকে এবার দুই লাখ ২১ হাজার মানুষ হজ করতে যেতে পারতেন।