করোনা জয় করে ফিরলেন পরিচালক ও চিকিৎসক স্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুন ২০২০, ২১:২২

সবার কাছে ফিরে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সবার ভালোবাসা ও দোয়া আমাকে আরও বেশি কৃতজ্ঞ করেছে।’ করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরে এভাবেই বললেন পরিচালক আকরাম খান।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ মে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন পরিচালক আকরাম খান ও তাঁর স্ত্রী চিকিৎসক লায়লা আফরোজ। হাসপাতালে চিকিৎসার ১২ দিনের মাথায় আজ মঙ্গলবার বিকেলে তাঁরা দুজন বাসায় ফিরেছেন।

সন্ধ্যায় প্রথম আলোকে আকরাম খান বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম দিন বিকেলে শ্বাসকষ্ট বেড়েছিল। পরে আবার ঠিক হয়ে যায়। তবে শরীরটা দুর্বল ছিল, এখনো দুর্বল। খাওয়াদাওয়া বাড়াতে হবে। প্রোটিন–জাতীয় খাবার বেশি খেতে হবে। তবে সুস্থ হয়েছি—এটাই সবচেয়ে বেশি আনন্দের।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও