সিলেটে সব মার্কেটের এক মাসের দোকান ভাড়া মওকুফ
করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনায় সিলেটের সব মার্কেটের দুইমাসের দোকান ভাড়া অর্ধেক মওকুফ করা হয়েছে। সে হিসেবে গড়ে একমাসের দোকান ভাড়া মওকুফ করা হলো। গত বৃহস্পতিবার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের স্বত্বাধিকারীদের সংগঠন সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ আহমদ চৌধুরী সাজু। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বর্তমান দুর্যোগের কথা চিন্তা করে ও মানবিক দিক বিবেচনায় সব মার্কেটের দোকান এপ্রিল-মে মাসের নির্ধারিত ভাড়ার ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কেট মালিক কর্তৃপক্ষ বিষয়টি বাস্তবায়ন করবেন। এছাড়া সভায় লকডাউন ও সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক ও দোকান মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে ২০২০ সালের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আহ্বান জানানো হয়।