ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবায় এক মাদরাসা শিক্ষার্থী
করোনাভাইরাস মারণ থাবা বসিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই শত শত রোগী আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন অসংখ্য রোগী। মহামারির এই দুঃসময়ে করোনারোগীদের সামাজিক এবং পারিবারিকভাবে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।
করোনা আক্রান্ত বাবা-মার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে সন্তান, মরদেহ সৎকারে এগিয়ে আসছে না পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজনও। করোনার চিকিৎসা দেওয়া স্বাস্থ্যকর্মীরাও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। তবে এমন এক সংকটে ঘরে বসে থাকেননি কওমি মাদরাসার ছাত্র জুনায়েদ আহসান। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবায় মাঠে নেমেছেন তিনি।
জুনায়েদ আহসানের ডাক নাম জুনু। রাজধানীর মিরপুর ১৪ নম্বরে কচুক্ষেত বাজারের উল্টো পাশে বসবাস করা ডাক্তার মো. হাকিম শাহাব উদ্দিন এবং মোছা. সালমা বেগমের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট। মানুষের সেবার জন্য তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন ‘বিডি আর্তসেবা ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।