কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শাওয়ালের ৬ রোজা বিরতি দিয়ে রাখা যাবে কি?

বছরজুড়ে রোজার সাওয়াব লাভের মর্যাদাপূর্ণ মাস শাওয়াল। ঈদের এ মাসে ৬ রোজা পালন করলেই সারা বছর রোজার সাওয়াব নিশ্চিত হয়। কিন্তু এ রোজা কি এক টানা রাখতে হবে? নাকি বিরতি দিয়ে মাসের যে কোনো দিন এ রোজা পালন করতে পারবে? অনেকেরই জানার আগ্রহ যে, এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কী? শাওয়াল মাসের এ রোজা ফরজ কিংবা ওয়াজিব নয়। ঈদ সংঘটিত হওয়ার পর এ মাসে ৬টি রোজা রাখলে বছরজুড়ে রোজা রাখার সাওয়াব অর্জিত হয়। তবে এ রোজা ঈদের পর একসঙ্গে রাখতে হবে মর্মে ইসলামে এমন কোনো নির্দেশনা নেই। আবার বিরতি দিয়ে রাখা যাবে না এমন কোনো বিধি নিষেধও জারি করেনি ইসলাম। অভিজ্ঞ মুফতি ও ইসলামিক স্কলারদের মতে- 'শাওয়াল মাসের এ রোজাগুলো ধারাবাহিকভাবে একত্রে রাখা যায়, আবার বিরতি দিয়েও রাখা যায়। তবে এ মাসের রোজাগুলো যেভাবেই রাখা হোক না কেন তা যেমন আদায় হয়ে যাবে। আবার যেভাবেই তা রাখা হোক তাতে হাদিসে ঘোষিত নির্ধারিত সাওয়াব এবং ফজিলতও যথাযথভাবে অর্জিত হবে।' যারা ফজিলতপূর্ণ এ রোজাগুলো এখনও রাখেননি, কিংবা যারা মনে করেন যে, একসঙ্গে ধারাবাহিকভাবে রোজা না রাখলে কোনো সাওয়াব হবে না কিংবা ফজিলত পাওয়া যাবে না। তারা বাকি দিনগুলোতে শাওয়ালের রোজা রেখে হাদিসে ঘোষিত ফজিলত লাভে ধন্য হোন। বছরজুড়ে রোজা রাখার সাওয়াব লাভে ধন্য হোন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন