জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে ২৫ সংস্কৃতিজন
সমকাল
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৬:০৬
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিস শহরে এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার প্রতিবাদে চলছে সহিংস বিক্ষোভ। এই বিক্ষোভ এখন সীমান্ত ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র। এই হত্যার প্রতিবাদ জানিয়েছেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হকসহ দেশের ২৫ সংস্কৃতিজন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসীর মতই ক্ষুব্ধ। রাষ্ট্রের এই বর্ণবাদী চরিত্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ অতীতের মত রুখে দাঁড়িয়েছে এবং গোটা বিশ্ব আজ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদমুখর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করছি।