![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/06/09/a4d3550682f8d11e86fdba8936c2f0d0-5edf261c66bde.jpg?jadewits_media_id=1538389)
হজের অনুমতি সীমিত আকারে দিতে পারে সৌদি
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১২:০২
করোনা মহামারির কারণে এ বছর হজ পুরোপুরি বাতিল না করে অল্প কিছু হজযাত্রীকে অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টারর্সের প্রতিবদেন এ তথ্য জানানো হয়।